সরস্বতী মহাভাগে


মঙ্গলবার,৩০/০১/২০১৮
2228

সরস্বতী মহাভাগে

আহসানুল করিম

————————

সবার ঘরে শিক্ষা আসুক
সবার ঘরে জ্বলুক আলো।
সাদাকে সব সাদাই বলুক
কালোকে ওরা বলুক কালো।

যে মেয়েটি বালাসনে
পাথর তোলে বাবার সাথে,
যে ছেলেটি পাতা কুড়োয়
মায়ের সাথে ভোর বেলাতে,
তাদের তুমি শিক্ষা দিও,
ওগো দেবী, বীণাপানি
অভ্র-অাবীর, আম্র মুকুল
খাতা কলম দিতে পারেনি।

সেই পাথরে অট্টালিকা
তৈরি হবে অনেক জানি
তাদের ভাঙ্গা কুটিরে তুমি
পৌঁছে যেও বীণাপানি।
কুড়িয়ে আনা শালপাতাতে
তৈরি হবে অনেক থালা
তাতেই তোমার ভোগ বিতরণ।
মিটবে তার পেটের জ্বালা?

যে ছেলেটি এন.জে.পিতে
ঝাড়ু হাতে এদিক সেদিক
সে কবে আর শিক্ষা নেবে,
ডেনড্রাইট শোঁকা নয় যে ঠিক?

যে কুটিরে শাঁখ বাজেনি
উলুধ্বনি, যবের শিষ
যারা তোমায় বই দিলো না
তুমি কিন্তু দিও আশিষ।
আপেল,পেয়ারা,বেদানা,কুল
কিনতে পারে, ক্ষমতা কই?
পুষ্পাঞ্জলী, মন্ত্র পাঠ?
পেটের টানে ছেড়েছে বই।

যে মেয়েটি হলুদ তাঁতে
দাঁড়িয়ে আছে পাড়ার মোরে
পাঞ্জাবি পড়া ছেলেটি এলে
মনে করিয়ে দিও তারে:
অনেক সেল্ফি উঠবে আজ
শুক্লা পঞ্চমীর এমন দিনে
বিদ্যা,বাণী, সুরও থাকুক।
এই কামনা রাখুক মনে।

যে শিশুটির হাতেখড়ি
হয়ে গেল এই সকালে,
তুমি তাকে শিখিয়ে দিও
বিশ্ব এখন ডামাডোলে।
শিক্ষা পারে ঘোচাতে বিপদ
মোচাতে সকল অবিশ্বাস
মনের কোণের সকল হিংসা
জিঘাংসা ও মেকি আশ্বাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট