গুরুতর অসুস্থ “ভাঙ্গড়ের কিষেণজী” অলীক চক্রবর্তী,দুশ্চিন্তায় আন্দোিরকারীরা


মঙ্গলবার,৩০/০১/২০১৮
1329

বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের প্রধান মুখ তথা  “ভাঙ্গড়ের কিষেণজী” অলীক চক্রবর্তী।তিনি দ্রুত সুস্থ না-হলে আন্দোলনের গতিপ্রকৃতি কী হবে, তা নিয়েও চিন্তায় আন্দোলনকারীরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে  , খামারআইট গ্রামের এক আন্দোলনকারীর বাড়িতে শয্যাশায়ী তাঁদের নেতা অলীক। মাসখানেক আগেও একবার গুরুতর অসুস্থ হয়ে প়়ড়েছিলেন তিনি। তখন বহিরাগত কয়েকজন চিকিৎসক অলীককে পরীক্ষা করেছিলেন। কিন্তু তাঁদের ওষুধ এখন আর কাজ করছে না। চিকিৎসকেরা মনে করছেন, তাঁর পেপটিক আলসার হয়েছে।ঘনঘন রক্তবমি হচ্ছে তাঁর। যথাযথ চিকিৎসার জন্য তাঁর উন্নত প্রযুক্তির শারীরিক পরীক্ষার প্রয়োজন।সে জন্য তাঁকে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু বাইরে নিয়ে যেতে গেলে পুলিশ আইনি পদক্ষেপ নিতে পারে।এই ভয়ে কাঁটা আন্দোলনকারিরা। এ বিষয়ে কোন মন্তব করতে চায়নি আন্দোলনকারীরা ।

পুলিস সুত্রের খবর, ‘‘মাসখানেক আগে বহিরাগত চার চিকিৎসক তিন দিন ধরে অলীকের চিকিৎসা করেছিলেন। তাতে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন ওই নেতা। কিন্তু এখন অবস্থার অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট