নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ‘ত্রয়ী উৎসবে’ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মেয়র শোভন চ্যাটার্জী


রবিবার,২৮/০১/২০১৮
1388

বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ হাজারো আবাসিক বিদ্যালয়ের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন দেশের গর্ব। রবিবার নরেন্দ্রপুর মিশনে ‘ত্রয়ী উৎসবে’ এসে একথা বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন নরেন্দ্রপুর মিশন বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে কৃতী ছাত্রদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। রাজ্যপাল ছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চ্যাটার্জী, রাজ্যের অতিরিক্ত সচিব আলাপন বন্দ্যোপাধায়, স্বামী সুবীরানন্দ মহারাজ, স্বামী সর্বালোকনন্দজী মহারাজ, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, ভাইস চেয়ারম্যান শান্তা সরকার। এদিনের আনু্ষ্ঠানে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী আরোও বলেন, “স্বামী বিবাকানন্দের নির্দেশিত পথে মিশনে শিক্ষা দেওয়া হয়। শুধু প্রথাগত শিক্ষাই নয়, এখানের ছাত্ররা মানুষ গড়ার শিক্ষাও পায়। তাই এখানে শিক্ষিত ছাত্ররা সমাজের ভিত শক্ত করে।” মন্ত্রী শোভন চ্যাটার্জী বলেন, “মিশন একটা গর্বের জায়গা। তাই মিশনের কোন অসুবিধা হলে তা দূর করতে সব সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত।” এদিন রাজপুর সোনারপুর পুরসভার তরফ থেকে পুরসভার অন্তর্গত মিশনের প্রায় ১১৫ একর জায়গার মিউটেশান ও হোল্ডিং নম্বর দিয়ে ওই জায়গার এ্যাসেসমেন্ট সার্টিফিকেট মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। মিশনের এই জায়গাকে কর মুক্ত হিসাবে ঘোষনা করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট