চলে গেলেন স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবী


শুক্রবার,২৬/০১/২০১৮
546

শুভ বিশ্বাস:

প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী, বাংলার চলচিত্র জগতে এক অনবদ্য অভিনেত্রি সুপ্রিয়া দেবী আজ ভোর ২.৩০ নাগাদ,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালীন তঁার বয়স হয়েছিল ৮৫ বছর।ইতিমধ্যে বালিগঞ্জ সার্কুলার রোডে বাড়ি থেকে তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়েছে।শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশশ্মানে।ইতিমধ্যে চলচিত্র জগতের কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রিরা ও অনুরাগী রা এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। রবীন্দ্রসদনে এখন রয়েছে তার পরিবারের লোকজন, ও তার অনুরাগী। উপস্থিত রয়েছেন মন্ত্রী অরুপ বিশ্বাস,অন্যান্য ব্যাক্তিরা।

রবীন্দ্রসদনে শায়িত রয়েছে শিল্পীর মরদেহ।রাজ্য সরকার এর পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে।ইতিমধ্যে রবীন্দ্রসদন চত্তরে রয়েছে আটোসাটো নিরাপত্তা।শিল্পী কে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন অনেক সাধারন মানুষ। সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে মরদেহ তারপর কেওড়াতলা মহাশশ্মানের উদ্দেশ্য রওনা হবে। বাংলা চলচিত্র জগতের এক স্বর্ন অধ্যায়ের অবসান।অভিনেত্রী মৃত্যু তে শোকের ছায়া গোটা চলচিত্ত জগতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট