সত্যজিৎ মন্ডল:
রাজারহাট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধক রাজারহাট নিউটাউন বিধানসভার সভাপতি প্রবীর কর মহাশয়। এদিন রাজারহাট চৌমাথার মোড়ে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন প্রবীর বাবু। তিনদিন ধরে চলা এই অনুষ্ঠানে মূলত থাকছে রক্তদান শিবির, ম্যারাথন দৌড় , বসে আঁকা, সহ নানাবিধ প্রতিযোগিতা। ম্যাধ্যমিক ও উচ্চ্ মাধ্যমিকের সফল ছাত্র ছাত্রীদের বিশেষ সম্মান প্রদান করা হবে বলে জানান রাজারহাট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সভাপতি রণিক ভট্টাচায্য।