কাজী হাফিজুল, ভাঙড়ঃ গত বছর ১৭ জানুয়ারী দুষ্কৃতীদের গুলিতে জমি আন্দোলনকারী মফিজুল ও আলমগীর শহীদ হন । তাদের কথা স্মরণ করে এই দিনকে শহীদ দিবস হিসেবে পালন করে জমি আন্দোলনকারী গ্রামবাসীরা ।এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র তথা রেডষ্টার নেতা অলীক চক্রবর্তী । তিনি বলেন,” আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় র ক্ষমতা থাকলে এখানে পাওয়ার গ্রিড করে দেখাক? মানুষ গায়ে রক্ত দিয়ে আরো দশটা মফিজুল ও আলমগীর দেখিয়ে দেবে তা বলে এখানে পাওয়ার গ্রিড হতে দেবে না।” বিরোধী সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি বলেন, ‘সরকার ভাঙড় বাসীর ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলছে আর নয় অবিলম্বে আলোচনায় বসুন ।” শিশু নারী আবাল বৃদ্ধ হাজার হাজার গ্রামবাসী উপস্থিত হয় । সভা থেকে চার কিলোমিটার দূরে , শামনগর পোলেরহাট ,অনন্তপুর, লাউহাটি , বিভিন্ন জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল । জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সভায় এদিন ছিলেন, এম এন রামচন্দ্রণ, নজরুল ইসলাম, জালাল উদ্দিন আহমেদ, অমিয় ভট্টাচার্য , প্রবোধ পান্ডা, অনুরাধা দেব , মন্দাকান্তা সেনের মত রাজনৈতিক নেতৃত্বরা। এছাড়া ও ছিলেন বহু গন আন্দোলনের নেতা নেত্রীরা ।
রাজ্য সরকারকে চ্যালেঞ্জ, পাওয়ার গ্রিড করে দেখাকঃ অলীক
বৃহস্পতিবার,১৮/০১/২০১৮
1333