শুভ বিশ্বাস: ভারত ও দক্ষিন আফ্রিকার দ্বীতিয় টেস্টে ছন্দে ফিরল বিরাট কোহলি।ভারত অধিনায়ক কেরিয়ারের ২১ তম টেস্ট শতরান করেন এদিন।তবে বলা যেতে পারে পুরানো আগ্রাসী মেজাজে আবার দেখা গেল বিরাট কোহলি কে।তবে দক্ষিন আফ্রিকার বাউন্স পিজে তার অন্যতম সেরা শতরান তা বলার অপেক্ষা রাখেনা।তবে প্রথম টেস্টে তার ব্যার্থতার জন্য তাকে দায়ী করা হলেও,সমালোচক দের সমালোচনার বিরুদ্ধে যোগ্য জবাব দিল এই শতরান।তার চওড়া ব্যাটে ভর করে ভারত কে রানের চূড়ায় তুলতে সাহায্য করল টিম ইন্ডিয়া কে।তবে বিরাট কে আটকানো কঠিন,একথা আবার প্রমান হল,এই টেস্টে।
“বিরাট এর দুরন্ত সেঞ্চুরি, তৃতীয় দিনের সেরা আর্কষন”
বুধবার,১৭/০১/২০১৮
2376