পারিবারিক অশান্তির জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা 


সোমবার,১৫/০১/২০১৮
944

বাংলা এক্সপ্রেস,প্রতিবেদন :স্বামীর নারকীয় নির্যাতন সহ্য না করতে পেরে  অবশেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। মৃতের নাম সাবেরা বিবি (২০) ।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভূমরু গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , উত্তর ২৪ পরগনার নিমতা এলাকার বাসিন্দা সাবেরা র সঙ্গে ভাঙড়ের ভূমরু গ্রামের হাসান আলির ফেসবুকে আলাপ হয়। তাঁরা বছর খানেক আগে বিয়ে করেন।বিয়ের পর থেকে খুঁটিনাটি ঝামেলা লেগেই ছিল স্বামী স্ত্রীর মধ্যে। এর মধ্যে সাবেরা অন্তঃসত্ত্বা হন। লাগাতার পারিবারিক অশান্তির জেরে গত মঙ্গলবার অন্তঃসত্ত্বা গৃহবধূ সাবেরা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। স্হায়ীরা তড়িঘড়ি অগ্নিদগ্ধ গৃহবধূ কে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করে। সংকটজনক অবস্থায় প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসার পরে সোমবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাবেরার বাপের বাড়ির পক্ষ থেকে গৃহবধূ নির্যাতনের অভিযোগ তুলে কাশীপুর থানায় অভিযোগ দায়ের দায়ে
র করেন । অভিযুক্ত স্বামী হাসান কে আটক করেছে পুলিশ।সাবেরার পরিবারের অভিযোগ,হাসান আলি নিত্যদিন মদ্যপান করে স্ত্রীর উপরে নারকীয় নির্যাতন করত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট