সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল ভাঙড় মহাবিদ্যালয় মাঠে।প্রতিযোগিতার উদ্বোধন করেন ফুটবলার বিধায়ক দ্বিপ্যেন্দু বিশ্বাস।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা ও ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য কাশেফুল করুব খান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অংশ গ্রহণ করেন। বিভিন্ন ডিসিপ্লিনে ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণের সুযোগ পায়।ডিসিপ্লিনের মধ্যে ছিল দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, ভারোত্তোলন ও সাইকেল রেস।
প্রত্যেক বিভাগের প্রথম তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধীকারিরা পরবর্তী স্তর তথা আন্ত-বিশ্ববিদ্যালয় স্তরে খেলার সুযোগ পাবে।
ফুটবলার দ্বিব্যেন্দু বিশ্বাস ভাঙড় মহাবিদ্যালয়ের ক্রীড়া পরিকাঠামো দেখে অত্যন্ত খুশি হন।তিনি ভাঙড়ের ছেলে মেয়েদের খেলাধূলায় বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আব্দুর রেজ্জাক মোল্লা বলেন ভালো খেলোয়ার উঠে আসলে অর্থ কোন সমস্যা হবেনা। আমরা সবসময় সাহার্য করব।