পানীয়জল সঙ্গে রবীন্দ্রসংগীত: টাকী


রবিবার,১৪/০১/২০১৮
1286

সত্যজিৎ: সারা রাজ্য জুড়ে বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করছে রাজ্য সরকার। কিন্তু এদিন একটু অন্যরকমভাবে সেই সরকারের পদক্ষেপ কে বাড়তি রুপ দিল টাকী ৯নং ওয়ার্ড। পানীয়জল সঙ্গে রবীন্দ্রসংগীত। এমন অভিনব আয়োজনে উচ্ছ্বসিত এলাকাবাসী। বাড়তি পাওনা অবশ্যই ডিজিটাল ঘড়ি। ফলে বিশুদ্ধ পানীয়জল, রবীন্দ্রসংগীত এবং ডিজিটাল ঘড়ি, একইসময় এই তিন সুবিধা সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করতে পেরে উচ্ছ্বসিত  টাকী ৯নং ওয়ার্ডের কাউন্সিলার চিন্ময় মণ্ডল। তিনি বলেন টাকী স্টেশন রোডে সাধারণ মানুষের কথা ভেবেই এমন উদ্যোগ নিয়েছিলাম। আজ বাস্তবায়িত হয়েছে। ফলে সম্মুখ ভালো লাগা থাকলেও এর রক্ষণা বেক্ষনে সাধারণ মানুষ সচেতন হলে ভালো লাগবে। বিশেষ উল্লেখ্য এদিন এই কর্মসূচীরর পাশাপাশি প্রত্যেক বছরের মত এবছরও “সকলের জন্য শিক্ষা, সকলের জন্য পুস্তক” অনুষ্ঠানে প্রায় তিনশো ছাত্র ছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান দুটির উদ্বোধন করেন কাজল বন্দ্যোপাধ্যায় আইএএস কমিশনার অফ লাইব্রেরী সায়েন্স, ড.শুভঙ্কর ঘোষ, পার্থ ভৌমিক বিধায়ক  নৈহাটি বিধান সভা এবং উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, এবং দীপেন্দু বিশ্বাস বিধায়ক বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সৌরভ  দাস।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট