আমেরিকার “বিপজ্জনক” দেশের তালিকায় ভারত


শনিবার,১৩/০১/২০১৮
2393

সুস্মিতা সরকার: মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের বিপজ্জনক দেশগুলোর একটা তালিকা তৈরী করেছে সম্প্রতি। দেশের নাগরিকদের সতর্ক করতেই এই তালিকার প্রকাশ। ২০১৮ সালে কোন কোন দেশে ঘুরতে যাওয়া মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তার একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় ভারতের স্থান দ্বিতীয় সারিতে। ভারতের লে ও লাদাখ ছাড়া জম্বু-কাশ্মীরের অন্য কোনো স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিনবাসীদের। এক্ষেত্রে পাকিস্তান, আফগানিস্তান ইত‍্যাদি দেশগুলি সম্পূর্ণ রূপে বর্জিত, স্থান পেয়েছে তৃতীয় সারিতে। আশ্চর্যজনক ভাবে এই তালিকায় নাম রয়েছে রাশিয়ার মত প্রভাবশালী দেশের ও। প্রতি বছর প্রায় লক্ষাধিক মার্কিন নাগরিক এই সমস্ত দেশে ঘুরতে যান। রাশিয়ার বিদেশমন্ত্রকের বক্তব্য, এধরনের ভীতি প্রদর্শন আসলে মার্কিন কৌশল। এতে দেশগুলির মধ্যে দূরত্ব বাড়বে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট