ফেরার গান


বৃহস্পতিবার,১১/০১/২০১৮
2351

॥ ফেরার গান ॥

বুকের খাঁজে নূপুর পায়ে
কন্যে তুই নদী হলি,
রাঙা মাটির জ্যামিতিতে
কন্যে তুই নারী হলি !
তোকে ছুঁয়ে শীত দিনে
সুখ জাগে এ’ নিকেতনে ।
মাটি চেরা উপেক্ষায়
তুই তরি’স্ অহংকারে ।
ভিজে পাথরের কানায়
পুরুষ তোকে খুঁজে ফেরে ।
জলের ভেতর উজানী জলে
তুই ফিরিস্ আন্ মোহনায় ।

এক টুকরো হাসি ভাসিয়ে জলে
যুবতী তুই ফিরে আয় পরিমলে ।
বোধের দো’রে আগল খুলে
‘ময়ূরাক্ষী’ এক চলার নাম
ভালোবাসার বিজন ঘরে
‘ময়ূরাক্ষী’ এক ফেরার নাম !

…….রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট