॥ এক মুঠো তাপ ॥
হিমপোকা থিক থিক করছে ফুসফুসে,
ফোঁটা ফোঁটা বরফ জমে শিরদাঁড়ায়
আমি অচেতন এ’ রুদালি রাতে ।
মন ধুয়ে মরু-আলোয়…
আমি চোখ মেলি চিলেকোঠায় ।
না না থামছে না…
শিশির মাখা বুকে
শিরশিরানি থামছে না !
এক মুঠো তাপের খোঁজে
আমি স্বয়ম্বরা এ’ তুষার রাতে ।
আমন্ত্রিত সুখ দুঃখ আনন্দ সন্তাপ
পারে নি, নগ্ন আমাকে পারে নি দিতে
অ্যালবাট্রস ডানার তাপ ।
কাঁটা বিঁধে কস্তুরী মাখিয়ে
ঘুম ঘুম পাতার মুখোশ খসিয়ে
ভালোবাসা তুমি, শুধু তুমিই
মন জ্বেলে দিয়েছো গলনাঙ্ক তাপ,
রক্তধারায় লিখেছো সবুজ সংলাপ ।
…….রক্তকরবী ॥