শীর্ষে বাংলার ঋদ্ধি, নজর কাড়লেন বাংলার বঙ্গ সন্তান


সোমবার,০৮/০১/২০১৮
2132

শুভ বিশ্বাস: কেপটাউন এর টেস্টে দিকে নজর ছিল ক্রিকেট প্রেমিদের। এই বছরের শুরুতেই ভারতের প্রথম বিদেশ সফর এটি।এই টেস্টে জ্বলে উঠলেন বাংলার রিদ্ধিমান সাহা,। উইকেটের পিছনে দাঁড়িয়ে চলতি টেস্টে বেশ কয়েকটি ক্যাচ ধরেন,বঙ্গ সন্তান। তিনি ১০ টি ক্যাচ ধরেন এই টেস্টে,ফলে নতুন পালক বাংলার এই তরুন উইকেট কিপারের মুকুটে।তবে তার দুর্দান্ত পারফরম্যান্স সহজেই নজর কেড়েছে প্রথম টেস্ট এ। তাই বলা যায় মাহির পর সহজেই নিজের জায়গা পাকাপাকি ভাবে করে নিয়েছেন ভারতীয় দলের তরুন এই ক্রিকেটার। বিদেশের মাটিতে তার এই অসাধারন পারফরম্যান্স দলকে বাড়তি অক্সিজেন দেবে তা বলাই যায়। ফলে কেপটাউন এর টেস্ট এ টেস্ট জয়ের নতুন আশার আলো দেখা যাচ্ছে। কেপটাউন এর বাইশ গজে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দিনের শেষ ভক্তদের মনে জায়গা করে নিলেন, এই বঙ্গ সন্তান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট