সুস্মিতা সরকার: বিতর্ক কখনই তার পিছন ছাড়েনি। তবে সব বিতর্ককে সঙ্গে নিয়েই আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বানসালির ড্রিমপ্রজেক্ট “পদ্মাবত”।
রাজস্থানের ১৩ শতাব্দীর রানি পদ্মাবতীর জীবন কাহিনী নিয়ে তৈরি ‘পদ্মাবতী’ দিপীকা পাড়ুকোন, রনবীর সিং ও শাহিদ কাপুরের উপর নির্মিত ১৯০কোটি টাকার একটি ছবি। গত বছর সেপ্টেম্বর মাসের প্রথম মুভিটির ট্রেলার রিলিজ করে। প্রথমে ঠিক ছিল ২০১৭ সালের ডিসেম্বরে তা মুক্তি পাবে। পরবর্তী পর্যায়ে তা ১লা জানুয়ারি ২০১৮ হয়ে যায় কিন্তু রাজস্থানের কর্ণি সেনাদের ক্রমাগত ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনের জন্য রিলিজের দিন পিছতে থাকে ও অবশেষে ২৫ শে জানুয়ারি রিলিজের অনুমতি পায়।
উল্লেখ্য, সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী ছবির নাম ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করা হয়েছে ও ২৬টি দৃশ্য ছাঁটাই করা হয়েছে। প্রস্তাবিত সকল নিয়ম মেনে নিলে তবেই ছবিটি U/A সার্টিফিকেটের অধীনস্থ হবে। অপরপক্ষে, একই দিনে রিলিজ করছে বলিউডের খিলাড়ি অক্ষয়কুমার অভিনীত “প্যাডম্যান”।