সুস্মিতা সরকার: আগামী ৮ই জানুয়ারি সোমবার শুরু হতে চলেছে হাওড়া জেলা ২৯তম বইমেলা। ১৪ই জানুয়ারি পর্যন্ত টানা সাতদিন চলবে এটি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মেলাটির শুভ উদ্বোধন করবেন। কলকাতার প্রায় সকল নামী-দামি বই বিক্রেতা বই নিয়ে উপস্থিত থাকবেন মেলা প্রাঙ্গণে। থাকবে সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন প্রতি বছরের ন্যায়। এই দিন মেলার উদ্যোক্তা তথা জেলা গ্রন্থাগারের কতৃপক্ষরা দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজ্যের অন্যান্য মেলা নিয়ে সরকার বিঞ্জাপন দিলেও তারা এক্ষেত্রে সরকারের থেকে কোনো রকমের আর্থিক সাহায্য পায় না। সেক্ষেত্রে মেলা বিশাল খরচ চালাতে তাদের প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে ভবিষ্যতে সরকার তাদের পাশে এসে দাঁড়াবেন এমনটাই আশা করেন তারা।
শুরু হতে চলেছে হাওড়া জেলা ২৯তম বইমেলা
রবিবার,০৭/০১/২০১৮
643