মকর সংক্রান্তির পূণ্যস্নানের অপেক্ষায় সেজে উঠছে গঙ্গাসাগর


রবিবার,০৭/০১/২০১৮
1849

সত্য‌জিৎ মন্ডল: “সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার” প্রচলিত এই প্রবাদ এখন অতীত। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে গঙ্গাসাগর দর্শণ এখন অতি সহজ। ফলে পূণ্যার্থিদের ভিড় চোখে পরার মত। যদিও আর হাতে গোনা কয়েকদিন বাকী। এর মধ্যেই মকর সংক্রান্তির পূণ্যস্নানের অপেক্ষায় সেজে উঠছে গঙ্গাসাগর। ভিড়ের হাত থেকে রেহায় পেতে আগে ভাগে গঙ্গাসাগরে আসছে সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী এমনকি সেলিব্রিটিরা। ইতি মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ এসেছেন বলে প্রশাসন সূত্রে খবর। কুম্ভমেলা এবছর না থাকায় রাজ্য সরকার বেশী মানুষের আগমন সম্ভব ভেবে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন। বাড়তি ট্রেন, ভ্যাসেল, স্যাটেলাইট মোবাইল, নিরাপত্তা, টয়লেট,এর পাশাপাশি রাত্রী যাপনের উপযুক্ত ব্যবস্থা থাকছে।

বুধবার সাগরে সরকারি অনুষ্ঠানে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, আমরা কেন্দ্রের থেকে কোন সাহায্য পাইনা মেলা করার জন্য, আমরা নিজেদের টাকাতে যতটুকু করতে পেরেছি তা অনেক। পরবর্তিতে মন্দির সহ বাকী কাজ করে দেওয়া হবে। মেলায় উপস্থিত সাধু-সন্ন্যাসী ও অনান্য পূর্ণ্যাথিরা মেলার ব্যবস্থাপনায় খুশি। নবকুমারের “আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিবো না” সাগর দর্শনের এমন অনুভূতই কি সাধারণ মানুষ পাবে? সময় তার উত্তর দেবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট