শুভ বিশ্বাস: বিয়ের পর শুক্রবার প্রথম ২২ গজে নামেন বিরাট। তবে মর্কেলের ডেলিভারি সামলাতে না পেরে মাত্র ৫ রানে প্যভিলনে ফিরতে হয় ভারতীয় অধিনায়ক কে।ক্রিকেট ভক্তরা তারপর সমালোচনা শুরু করেন। সমালোচনার তীর অনুস্কার উপর।সমালোচনায় মেতে ওঠেন ক্রিকেট প্রেমিরা।কোহলির ব্যর্থতার দ্বায় চাপিয়ে দেওয়া হয় অনুস্কার উপর।তবে এই জুটিকে নিয়ে সমালোচনা ঝড় নতুন কিছু নয়। ২০১৫ বিশ্বকাপে ম্যাচে এই একই রকম সমালোচনা ঝড় উঠেছিল। তবে বলা যেতে পারে বিয়ের পর্ব শেষ হতেই আবার সমালোচনা মুখোমুখি এই জুটি।
বিরাটের বিয়ের বিভীষিকা
শনিবার,০৬/০১/২০১৮
1534