সুস্মিতা সরকার: তিন তালাক বিল নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যর খাতিরেই এই বিল এনেছে মোদী সরকার। তাদের প্রকৃত উদ্দেশ্য কখনই মুসলিম মহিলাদের পাশে দাঁড়ানো নয়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সব কিছু নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমারা এতদিন মেয়েদের কথা ভেবেই ট্রিপল তালাকের বিষয়ে নরম ছিলাম। কিন্তু যে বিল আনা হয়েছে তা ডিফেক্টিভ। তিন তালাক বিরোধী বিল রাজনৈতিক কারণে এনেছে কেন্দ্র। এই বিলে আরও বিপদে পড়বেন মহিলারা।”
বুধবার বীরভূমের আমেদপুরের এক সভায় মুখ্যমন্ত্রীর তোপ, “কেন্দ্র কে বলছি আগুন নিয়ে খেলবেন না। অসমে বাঙালি নির্যাতনের উল্লেখ করে তিনি বলেন, ” বাংলা- আসাম সীমান্তে অশান্তি হলে তার প্রভাব বাংলা তে ও পড়বে। অসম থেকে আগত বাঙালিদের আমরা বুকে করে রাখবো। চক্রান্ত করে মানুষকে নিজের এলাকা থেকে সরানোর চেষ্টা করছে বিজেপি।”