ভুবনেশ্বরের বোলিং জাদুতে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা


শুক্রবার,০৫/০১/২০১৮
1205

শুভ বিশ্বাস: কেপটাউনের নিউল্যান্ডে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয় অধিনায়ক দুপ্লেসিস। টসে হারলেও আফ্রিকা সফরে বল হাতে শুরুটা ভালই হল ভারতের।দুরন্ত মেজাজে ভারতের বোলিং লাইন আপ। ভুবনেশ্বরে বোলিং জাদুতে কোন ঠাসা দক্ষিন আফ্রিকা। পরপর তিন ওভারে ৩ উইকেট। একের পর এক প্রোটিয়া ক্রিকেটার কে প্যভিলনের পথ দেখান। শুরুতে টসে হেরে চাপে থাকলেও ভারত আবার খেলায় ফিরে আসে। ভুবনেশ্বর কুমারের তৃতীয় ওভারে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটিং-স্তম্ভ হাসিম আমলাও। খেলা শুরুর প্রথম ৫ ওভারে টপ অর্ডার ব্যাটসম্যানরা আউট হয়ে ফিরতেই চাপ পড়ে যায় আয়োজনকারী দেশ।

অন্যদিকে রয়েছে বুমরা। তার আজ টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচ, সব মিলিয়ে টেস্ট এর প্রথম দিনের শুরুটা দারুন হয়েছে ভারতের। তবে আজ প্রথম দিন , স্পিনারের জন্য কি অপেক্ষা করছে তা সময় বলবে। ভুবনেশ্বর কুমারের মারণ সুইং এ ভর করে ভারত যে জয়ের পথে এগোবে তা বলাই যায়। ভারতীয় দল টেস্ট ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছে। বিদেশ এর মাটিতে তাদের টেস্ট জয় সংখ্যা নেহাত কম নয়। বিরাট বাহিনী কি সহজেই প্রোটিয়া বাহিনীকে হারিয়ে জয় ছিনিয়ে আনতে পারবে , তা সময় বলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট