এবার ন্যূনতম ব্যালেন্সে ছাড় দিতে পারে এসবিঅাই


শুক্রবার,০৫/০১/২০১৮
3422

বাংলা  এক্সপ্রেস,প্রতিনিধি  : সরকারের চাপে এবার ন্যূনতম ব্যালেন্সে ছাড় দিতে পারে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া৷ শহরের ব্রাঞ্চগুলিতে বর্তমানে এই ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় তিন হাজার টাকা৷ জানা গিয়েছে, ব্যাংক গত বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য গ্রাহকদের থেকে ১,৭৭২ কোটি টাকা জরিমানা আদায় করায় এই পদক্ষেপের কথা উঠে এসেছে৷
সূত্রের খবর, এই ন্যূনতম ব্যালেন্স ১০০০ টাকার কাছাকাছি নেমে আসতে পারে৷ তবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ এর আগে ব্যাংকের পক্ষ থেকে এই ব্যালেন্স বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছিল৷ যদিও পরে তা পরিবর্তন করে মেট্রো শহরগুলিতে তিন হাজার টাকা এবং অাধা শহর এলাকায় দু হাজার টাকা এবং গ্রামে এক হাজার টাকা করে দেওয়া হয়৷ পেনাল্টি হিসেবে ২৫-১০০টাকার পরিবর্তে ২০-৫০টাকা করা হয়৷ তবে ন্যূনতম ব্যালেন্সের বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তের কথা ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়নি৷ তবে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানা গিয়েছে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট