বিজেপি ছাড়পোকা মন্তব্য মদনের


শুক্রবার,০৫/০১/২০১৮
898

বাংলা এক্সপ্রর, প্রতিনিধি ঃ  কেন্দ্রের শাসক দল বিজেপি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বিজেপিকে ছাড়পোকা বলে কটাক্ষ করেন মদন। বলেন ছাড়পোকা মারতে হবে। তবে হাত দিয়ে মারলে গন্ধ হবে। স্প্রে করে মারতে হবে। মদন মিত্রের বিতর্কিত মন্তব্য সম্পর্কে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন ও নিজের সভ্যতার পরিচয় দিয়েছে। এখন দিদি কাছে ভাল ভাই সাজার জন্যে অনেকেই কুকথার আশ্রয় নিয়েছে।  

সংগঠনের দ্বন্দ্ব প্রসঙ্গে মদনবাবু বলেন, “কোনও দ্বন্দ্ব নেই। মমতা ব্যানার্জি একটা টিম করে দিয়েছিলেন। সুব্রত বক্সিপার্থ চট্টোপাধ্যায়অরূপ বিশ্বাসফিরহাদ হাকিমশোভনঅভিষেক এরা আছেন টিমে। এভাবে চলে আমাদের দল। মমতা ব্যানার্জি যেহেতু নির্দেশ দিয়েছেন প্রত্যেক জায়গায় একটাই ইউনিয়ন থাকবে। আর বলেছেনরাজ্যে যা ইউনিয়ন হবে তা দোলা সেনকে অ্যাপ্রুভ করতে হবে। এই ইউনিয়ন দোলা সেন অ্যাপ্রুভ করেছেন। শোভনদার (শোভনদেব চট্টোপাধ্যায়) সঙ্গে কোনও ঝগড়া নেই। একসঙ্গে কতদিন ধরে দল করছি। উনিও তো মাটির মানুষ। আমার পাশের বাড়িতে থাকেন। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে ওনার কাছে যাব। উনি যদি কিছু করতে না পারেনতাহলে ওনাকে নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে যাব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট