কাজী হাফিজুল,ভাঙড়ঃ গত একবছর ধরে পাওয়ার গ্রিড নিয়ে বারে বারে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত খামারআইট, মাছিভাঙা, টোনা, গাজীপুর এলাকায় কার্যত জমি আন্দোলনকারীদের সাথে কখনো শাসকদলের তো কখনো পুলিশ প্রশাসনের সঙ্ঘাত হয়েছে। কদিন আগেই অনন্তপুর মোড়ে জমি আন্দোলন কারি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে খন্ড যুদ্ধে উতপ্ত হয়েছিলো ভাঙড়। ফলস্বরুপ পরিকল্পিত ৪তারিখ কলকাতার পরিবর্তে পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকায় সভা হওয়ার কথা ঘোষণা করেন জমি বাস্তু রক্ষা কমিটি। সেই সমাবেশ যাতে তারা না করতে পারে তার জন্য মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হঠাৎই আরাবুল, কাইজার সহ সব্যসাচী দলবল নিয়ে
উড়িযাপাড়া মিদদেপাড়া জমি কমিটি লোকজনের উপর বোমাবাজী করে হামলা চালায় বলে অভিযোগ জমিরক্ষা কমিটির। অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালায়। সাবেরা বিবি বলেন, আমি ভয়ে কিছু বলতে পারছি না,ছেলে পিলে নিয়ে কোন রকমে পালিয়ে এসেছি। প্রতিবাদ হিসেবে জমি কমিটিরা হাড়োযা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। হামলাকারীদের দুটি বাইক ধরিয়ে দেন। আরাবুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে কোন তৃণমূল কর্মী যুক্ত নেই। ঘটনাস্থল থেকে চার কিমি দূরে শামনগর মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ।