মাতৃত্বের স্বাদ পেলেন সুনিধি চৌহান


মঙ্গলবার,০২/০১/২০১৮
997

নিজস্ব প্রতিবেদক: সোমবার মুম্বইয়ের সূর্য হাসপাতালে পুত্র সন্তান জন্ম দোওয়ার মাধ্যমে মাতৃত্বের স্বাদ পেলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।

হাসপাতাল সূত্রে খবর, মা এবং সন্তান দু’জনেই ভাল আছেন।

২০১২ সালে হিতেশ সোনিকের সঙ্গে বিয়ে হওয়ার প্রায় ৫ বছর পর সুনিধি এবং হিতেশের ঘর আলোকিত করলো তাদের এ পুত্র সন্তান। সন্তান পৃথিবীর আলো দেখায় খুশির হওয়া বি টাউনেও।

‘এটা সুনিধির জীবনের নতুন অধ্যায়। এবার নতুন করে জীবন শুরু করবেন সুনিধি।’ সুখবর পেয়ে এভাবেই সংবাদমাধ্যমের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন বলিউডের জনপ্রিয় গায়িকার বাবা।

হিতেশ সোনিকের আগে সুনিধি চৌহানের সঙ্গে বিয়ে হয়েছিলো কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে। মাত্র ১৮ বছর বয়সে ববি খানের সঙ্গে মালাবদল হলেও বেশিদিন টেকেনি সুনিধির সেই বিয়ে। ২০১২ সালে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। প্রায় ২ বছর হিতেশ সোনিকের দঙ্গে ‘ডেট’ করার পর অবশেষে হিতেশের সঙ্গে ঘর বাঁধেন সুনিধি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট