সুস্মিতা সরকার: বছরের প্রথম বৈঠকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা দূরত্ব ও সম্পর্কের অবনতিকে নজরে রেখে এই দুই দেশের মধ্যে আপাতত কোনো ক্রিকেট সিরিজ সম্ভব নয় তা স্পষ্ট জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত কিংবা পাকিস্তানে তো নয় ই, কোনো নিরপেক্ষ দেশের মাটিতে ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে কোনো ম্যাচ সম্ভব নয় এই মুহূর্তে।
বিগত বছরের কিছু ঘটনাকে কে উল্লেখ করে তিনি বলেন ২০১৭ সালে ৮০০ সীমান্তে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। এছাড়া ও জম্বু-কাশ্মীর সীমান্ত একাধিকবার জঙ্গি হামলার শিকার হয়েছে। ৩১শে ডিসেম্বর, রবিবার ও পুলওয়ামা সিআরপিএফ ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গিয়েছে ভারতের পাঁচ জওয়ানের। এমতাবস্থায় কোনো ম্যাচ ই সম্ভব নয়, কেন্দ্রীয় মন্ত্রীসভার উপদেষ্টা কমিটির বৈঠকে বিদেশ সচিব এস জয়শঙ্করের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।