শুভ বিশ্বাস: স্বাভাবিক নিয়ম মেনে আসে উৎসব, বছর শেষ এর আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব, বিদায় ২০১৭। বছর শেষ এর আনন্দে গা ভাসিয়ে দিয়েছে ৮ থেকে আশি।রঙিন আলোকছটা সাথে প্রানবন্ত উৎসব মুখর পরিবেশ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ও সহ নানান দেশে মহাসমারোহ পালিত হচ্ছে বর্ষবরন উৎসব। তবে পিছিয়ে নেই কলকাতা পার্ক স্টীট থেকে শুরু করে ইকোপার্ক, মিলেনিয়াম পার্ক সেজে উঠেছে নতুন সাজে,। নতুন বছর কে স্বাগত জানাতে প্রস্তুত গোটা কলকাতাবাসী। কলকাতার ভিবিন্ন রেস্তরাঁ গুলিতে উপছে পড়েছে ভীর।নতুন বছর নতুন আনন্দ নতুন চেতনা নতুন উন্মাদনা নিয়ে আসুুক। বিদায় বেলা এক বছরের নানান স্ম্রিতি কে বিদায় জানিয়ে নতুনের আগমন। নতুন বছর শুভ বার্তা নিয়ে আসুক।পৃথীবীর বুকে ২০১৮ আসুক নেমে।
বর্ষবরন এ মেতেছে গোটা বিশ্ব
রবিবার,৩১/১২/২০১৭
1123