২০১৭ সালে আইসিসির সেরা ১০ ব্যাটসম্যান


রবিবার,৩১/১২/২০১৭
6568

আফনান: মাত্র কয়েক ঘন্টা পরই নতুন বছরের আগমন। আগামী সূর্যদোয়ই ২০১৮ , চলুন দেখি নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর শীর্ষ ১০ ব্যাটসম্যানের নাম ও আইসিসি র্যটিং

৮৭৬ পয়েন্ট নিয়ে তালিকার প্রথমেই রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ও ব্যাটসম্যান বিরাট কোহলি। পরবর্তী নয় জন যথাক্রমে
এবি ডি ভিলিয়াস (৮৭২)
ডেভিড ওয়ার্নার (৮৬৫)
বাবর আজম (৮৪৬)
রোহিত শার্মা (৮১৬)
কুইন্টন ডি কুক (৮০৮)
জে রুট (৮০২)
ফাফ ডুপ্লেসিস (৭৭৩)
হাশিম আমলা (৭৬৬)
কেন উইলিয়ামসন (৭৫০)

ছবি ESPN

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট