নাপিতদের কাছে প্রচারপত্র, দাড়ি না কামাতে পাক জঙ্গিদের হুমকি


শুক্রবার,২৯/১২/২০১৭
1519

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অন্যতম রক্ষণশীল অঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশে দাড়ি কামাতে নিষেধ করে নাপিতদের কাছে নির্দেশ পাঠিয়েছে একটি কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী। এখন থেকে নাপিতরা আর কারও দাড়ি কামাতে পারবে না বলে নির্দেশ জারি করেছে তারা। এমনই খবর দিচ্ছে বিবিসি।

কট্টরপন্থী একটি ইসলামী গোষ্ঠী সেখানে নাপিতদের কাছে যে প্রচারপত্র পাঠিয়েছে, তাতে দাড়ি কামানো ইসলাম বিরোধী বলে সতর্ক করে দেয়া হয়েছে। শুধু দাড়ি কামানো নয়, দাড়ি ছাঁটার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে তারা। ফ্রেঞ্চ স্টাইল বা পাশ্চাত্যে জনপ্রিয় এরকম স্টাইলে দাড়ি কাটাকেও অনৈসলামিক বলে বর্ণনা করেছে এই গোষ্ঠী।

খাইবার পাখতুনখোয়া থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, যেসব সেলুন এই নির্দেশ মানেনি, সেগুলোতে ভাংচুর করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়াতে আগেও নাপিতরা এরকম হুমকির শিকার হয়েছেন দাড়ি কামানো নিয়ে।

উল্লেখ্য,পাকিস্তানি সেনাবাহিনি খাইবার পাখতুনখোয়া থেকে জঙ্গিদের হটাতে দীর্ঘদিন ধরে লড়াই করেছে। এই অঞ্চলটি জঙ্গিদের দখলমুক্ত হওয়ার পর স্টাইল করে দাড়ি ছাঁটা বা দাড়ি কামানো আবার জনপ্রিয় হতে শুরু করে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট