ভাঙড়ে পুলিশ – শাসক দলকে হুশিয়ারী জমি রক্ষা কমিটির


বৃহস্পতিবার,২৮/১২/২০১৭
564

কাজী হাফিজুলঃ “আসুক পুলিশ, আসুক শাসক দল, পারলে আমাদের আঁটকাক, কেস-কামারী থেকে জেল খাটানো, এমনকি দুজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করেছে ওরা, তবুও আমাদের কন্ঠ রোধ করা যাবে না”- কথা গুলি বলছিল এপিডিআর কর্মী ও জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির নেতা আমিতাভ ভট্টাচার্য । বুধবার বিকেলে পোলেরহাটের অনন্তপুর মাঠে পাওয়ার গ্রীড বিরোধী গ্রামবাসীদের জনসভা অনুষ্ঠিত হয় ।

সেই জনসভা থেকেই এমন হুশিয়ারি। মূলত কলকাতার জনসভার প্রাস্তুতি ও মুখ্যমন্ত্রীর কাছে গণডেপুটেশন দেওয়ার জন্য এই জনসমাবেশ । হাজার হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন এদিনের জনসভাতে । এছাড়া উপস্থিত ছিলেন মুম্বইয়ের শ্রমিক নেত্রী শিপ্রা সেন,বিজ্ঞানী নিসা বিশ্বাস, সামসুল হক ওরফে কালু, মোসারেফ মোল্লা, মিজা হাসান, আজিম সেখ,আবদুল আজিজ মল্লিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

https://youtu.be/s7d0HkcbhEg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট