কাজী হাফিজুল ও ওয়ারিশ লস্করঃ সাগরে যখন মুখ্যমন্ত্রী তখন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল চিটফাণ্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তরা ৷ সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কুল্পী থানার বেলপুকুর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং ভাঙড়ের কাশীপুর থানার কল্যানী সরদার (৪২)এজেন্ট আত্মহত্যা করে ৷ বিক্ষোভকারীদের দাবী এখনও বহু এজেন্ট বাড়ী ছাড়া এছাড়া প্রতিনিয়ত আক্রমনের শিকার হচ্ছে এজেন্টরা। থানায় অভিযোগ জানিয়ে কোন কাজ হচ্ছে না ৷ ইতি মধ্যে ৩৭ টি কোম্পানীর আমানতকারীদের টাকা ফেরৎ দেওয়ার পক্ষে মহামান্য হাই কোর্ট রায় দিলেও সরকারি সহযোগিতার অভাবে তা কার্যকরী হচ্ছে না ৷
অবিলম্বে সরকারী উদ্যোগে কমিশনের তত্ত্বাবধানে আমানতকারীদের টাকা ফেরৎ, এজেন্টদের নিরাপত্তার ব্যবস্থা সহ ৬ দফা দাবীতে অল বেঙ্গল চিটফাণ্ড ডিপোজিটর্স এণ্ড এজেন্টস ফোরাম এদিন রাজ্য জুড়ে ১ ঘন্টার রাস্তা অবরোধের কর্মসূচী ঘোষণা করেছিল ৷ সেই কর্মসূচী অনুযায়ী জেলার ৫-৬ টি জায়গায় অবরোধ হয় বলে সংগঠনের জেলা সম্পাদক মনিরুল ইসলাম জানান ৷ কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর অবস্থান কালে শতাধিক বিক্ষোভ কারী মিছিল করে শহর পরিক্রমা করার পর কাকদ্বীপ চৌরাস্তায় অবরোধ করে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷