৬ মাসের ছেলেকে আছড়ে খুন করলেন পাষণ্ড বাবা


মঙ্গলবার,২৬/১২/২০১৭
540

নিজস্ব প্রতিবেদকঃ বসেছিলেন মদের বোতল খুলে। স্ত্রী মদ খেতে বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তা উগড়ে দেন নিজের ৬ মাস বয়সী ছেলের উপর। তাতেই মৃত্যু হলো অবুঝ শিশুর।

রবিবার উত্তর প্রদেশে বান্দার খাপতিহা গ্রামের ওই পাষণ্ড বাবা মেঝেতে আছড়ে খুন করেন নিজের ৬ মাসের ছেলেকে। এ ঘটনায় বাবা রামনরেশ নিষাদকে গ্রেফতার করেছে পুলিশ।

রামনরেশ অপরাধের কথা স্বীকার করে বলেছেন, স্ত্রী মদ খেতে বাধা দেওয়ায় তাঁর রাগ সপ্তমে চড়ে যায়। সেই মুহূর্তে ছেলেকে মেরে ফেলেন তিনি।

ঘটনার পর এলাকা থেকে পালিয়েছিলেন রামনরেশ। তারপর আত্মহত্যার চেষ্টাকালে পুলিশ তাঁকে ধরে ফেলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট