দাড়ি রাখায় ১০ মাদ্রাসা ছাত্রকে এনসিসি ছাড়ার নির্দেশ


মঙ্গলবার,২৬/১২/২০১৭
570

নিজস্ব প্রতিবেদকঃ এনসিসি সদর দফতরে ছয় দিনের এক ক্যাম্পে যোগ দেওয়ার পর দাঁড়ি রাখার কারণে ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ১০ ছাত্রকে। ব্যাটেলিয়নের হাবিলদার মেজর তাঁদের জানান, “এনসিসি করতে হলে দাড়ি বাদ দিতে হবে।”

দিল্লির রোহিণীতে ক্যাম্প ছেড়ে যেতে নির্দেশ পাওয়া মাদ্রাসা ছাত্ররা জানিয়েছেন, তাঁরা আবেদনপত্র লিখে জানান, ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন, ২ বছরের বেশি সময় ধরে এনসিসি করছেন, কখনও কোনও সমস্যা হয়নি। কিন্তু ক্যাম্পের ষষ্ঠদিনে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এখান থেকে চলে যেতে হবে, সরিয়ে দেওয়া হয় জিনিসপত্র।

ছাত্ররা বলেন, একদিন তাঁরা সেনায় যোগ দিতে চান কিন্তু এ ধরনের আচরণ মন ভেঙে দেয়।

যদিও এনসিসি জানিয়ে দিয়েছে, তাদের নিয়মে ক্যাম্পে এসে দাড়ি রাখা বেআইনি, এ নিয়ে হাইকোর্টের রায় রয়েছে, একই কথা বলেছে প্রতিরক্ষা মন্ত্রকও।

ওই ছাত্রদের বক্তব্য, ভাল কথায় ক্যাম্প না ছাড়লে তাঁদের পুলিশের ভয়ও দেখানো হয়েছে। এনসিসিতে দাড়ি রাখা বেআইনি বলে কোনও নিয়ম নেই বলে তাঁদের দাবি।

উল্লেখ্য, মুসলমান এনসিসি ক্যাডারদের দাড়ি রাখা নিয়ে সমস্যায় পড়া এই প্রথম নয়। ২০১৩-য় বেঙ্গালুরুর ৭ কলেজ ছাত্র কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন, কারণ এনসিসি তাঁদের দাড়ি থাকা অবস্থায় পরীক্ষায় বসতে দিচ্ছিল না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট