৪ ফুটে মাছ ২ লাখ টাকা


সোমবার,২৫/১২/২০১৭
866

আফনানঃ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপে জেলেদের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের এক কালো পোয়া মাছ। প্রায় ৪ ফুট লম্বার মাছটি বিক্রি হয়েছে ২ লাখ ১৫ হাজার টাকায়।

রোববার ভোরে শাহপরীর দ্বীপ উপকূলে জেলেদের টানা জালে ধরা পড়ে মাছটি। জেলে সুত্রে খবর, শনিবার রাত ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা নৌকার মাঝি ও মালিক রহিম উল্লাহর নেতৃত্বে ২৪ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার ২ ঘণ্টা পর ভোর ৬টার দিকে জাল তুললে একটি বড় কালো পোয়া মাছ উঠে। ৪২ কেজি ওজনের মাছটি প্রায় ৪ ফুট লম্বা।

মাছটি দ্বীপের ব্যবসায়ী সোলতান আহমেদ ১ লাখ ৯০ হাজার টাকায় ক্রয় করে, টেকনাফ বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমেদের কাছে ২ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

নৌকার মালিক ও মাঝি রহিম উল্লাহর জানান, ‘প্রথমে মাছটির দাম হাঁকা হয় তিন লাখ টাকা। পরে দ্বীপের সোলতান আহমেদসহ কয়েক জন ১ লাখ ৯০ হাজার টাকায় মাছটি কিনে নেন। ‘

“পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা ‘ নামে বিশেষ অংশ থাকে, স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে। এই ‘পদনা/ফুলা’ শুকিয়ে ওষূধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চ মূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।”
বলছিলেন জেলারা।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছ গভীর সাগরে পাওয়া যায়। সাধারণত উপকূলের তীরে পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে তীরের কাছাকাছি চলে আসায় জালে ধরা পড়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট