“তিন তালাক” বিল মহিলাদের বিরোধী;বহু পরিবার ধ্বংস হবে – মুসলিম পার্সোনাল ল বোর্ড


রবিবার,২৪/১২/২০১৭
588

নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত তিন তালাক বিল মহিলাদের বিরোধী দাবি করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে, এই বিল আইনে পরিণত হলে বহু পরিবার ধ্বংস হয়ে যাবে। দিল্লিতে জরুরি বৈঠক ডেকে একথা জানায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)।

AIMPLB-এর সাজ্জাদ নোমানি বলেছেন, ‘এই বিলটি তৈরি করার ক্ষেত্রে কোনও পদ্ধতিই মানা হয়নি। কথা বলা হয়নি কোনও স্টেকহোল্ডারের সঙ্গেই। এই বক্তব্যই প্রধানমন্ত্রীকে জানাবেন AIMPLB-এর সভাপতি।’
নরেন্দ্র মোদীর কাছে বিলটি প্রত্যাহার করার আর্জি জানানো হবে বলেও জানান তিনি।

বোর্ডের সচিব মাওলানা খলিদ সইফুল্লাহ রহমানি টাইম অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বোর্ডও তিন তালাক প্রথার বিরোধী এবং এর বিরুদ্ধে কড়া আইন আনতে চায়। তবে বিলটি সম্পর্কে বিশেষত তিন বছরের কারাবাসের প্রস্তাবের বিষয়ে বোর্ডের আপত্তি রয়েছে।

তিনি বলেন, ‘এই বিল মহিলাদের বিরোধী। এখানে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর স্বামীকে তাঁর স্ত্রী ও সন্তানের ভরপোষণের দায়িত্ব নিতে হবে। স্বামী যদি জেলেই থাকেন, তাহলে তিনি কীভাবে সেই দায়িত্ব নেবেন?’

উল্লেখ্য, সামনের সপ্তাহেই কেন্দ্র সংসদে তিন তালাক বিল পেশ করবে বলে মনে করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট