বাংলা এক্সপ্রেস প্রতিবেদক : বড়দিনের উপলক্ষে ২৫ ডিসেম্বর পেলিং–এ শুরু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যাল। পেলিং ট্যুরিজম ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফেস্টিভ্যাল চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান উদ্যোক্তা কমিটির সদস্য সুশীল তামাং।
তিনি বলেন, এই ধরণের ফেস্টিভ্যালের মাধ্যমে মূলত আমরা তুলে ধরতে চাই পেলিংয়ের নিজস্বতা। সিকিমের অর্গানিক চাষ ইতিমধ্যে দেশ জুড়ে নাম অর্জন করেছে। তা যেমন তুলে ধরা হবে, তেমনই পারম্পরিক সংস্কৃতিও তুলে ধরার প্রয়াস করা হবে। এখানকার মানুষদের তৈরি করা জিনিসও প্রদর্শিত হবে। এখানে পর্যটকরা যাতে আসেন তারজন্য কি রয়েছে এখানে তা দেখানো হবে। সুশীল তামাং আরও জানান, এই ফেস্টিভ্যালে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। থাকবে সিকিমের খাবার স্টল এবং অর্গানিক ফুডের স্টল।