নিজস্ব সংবাদদাতা: ভাঙড় মহাবিদ্যালয়ে প্রতি বছরের মতো এবছর ও অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী নবিন বরণ ও আনন্দ লহড়ি উৎসব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড় ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মহাপাত্র মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙড় ২ নং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ অহিদুল ইসলাম ও স্থানীয় জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ।
ভাঙড় মহাবিদ্যালয়ে নবিন বরণ ও আনন্দ লহড়ি উৎসব
বৃহস্পতিবার,২১/১২/২০১৭
723