হোয়াইট হাউসে জনসাধারণের পিটিশন দেয়া ‘সাময়িকভাবে’ বন্ধ

আফনানঃ ২০১১ সালে বারাক ওবামা ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রকে সমুন্নত রাখতে ”উই দ্য পিপল্” নামে যে ওয়েবসাইটটি চালু করেছিলো মঙ্গলবার দিবাগত রাত থেকে তা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা বলেছে বিভিন্ন বিষয়ে জনসাধারণের পিটিশন করার জন্য যে ওয়েবসাইট আছে সেটি বন্ধ করে তার জায়গায় নতুন সাইট চালু করা হবে জানুয়ারির শেষে। এমনই খবর দিচ্ছে বিবিসি।

ওয়েবসাইটটি চালু করার সময় ওবামা প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক লাখের বেশি স্বাক্ষর সম্বলিত সব পিটিশন বা আবেদনের উত্তর দেওয়া হবে। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন কোন আবেদনেই সাড়া দেয়নি।

হোয়াইট হাউস জানিয়েছে তারা এটা বদলে নতুন যে প্ল্যাটঢর্ম চালু করতে যাচ্ছে তা অনেক কম খরচে চালানো যাবে। এতে করদাতাদের রাজস্ব তহবিল থেকে বছরে দশ লাখ ডলার বাঁচানো যাবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিষয়ে ”জনগণের উদ্বেগের জবাব দেবে আগামী বছর।”

তারা আরও বলেছেন এ বছর যেসব বিষয়ে নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করে আবেদন করেছেন সেগুলোও তাদের তালিকায় থাকবে।

ওবামা প্রশাসন এই প্ল্যাটফর্ম যখন চালু করে তখন হোয়াইট হাউস বলেছিল ”আমেরিকায় বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণের মনে উদ্বেগ থাকলে তারা তার সমর্থনে স্বাক্ষর জোগাড় করে যাতে পিটিশন জমা দিতে পারে তার জন্য এই ওয়েবসাইট তৈরি করা হল।”

তিরিশ দিনের মধ্যে যদি ওই আবেদনে যদি এক লাখের বেশি সই পড়ে তাহলে হোয়াইট হাউস বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং সরকারিভাবে তার জবাব দেবে।

জানুয়ারি মাস থেকে জনপ্রিয় যে আবেদনগুলোতে বিপুল সংখ্যক মানুষ সই করেছেন তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগ দাবি করে পিটিশন। আরেকটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার কর জমা দেবার হিসাব প্রকাশ করেন তার দাবিতে পিটিশন।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেবার পর থেকে এক লাখের বেশি স্বাক্ষর থাকা সত্ত্বেও কোন পিটিশনেরই উত্তর দেওয়া হয়নি।

চালু হবার পর থেকে এই ওয়েবসাইট সংখ্যালঘু গোষ্ঠির মানুষদের বিভিন্ন ইস্যু সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

2 hours ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

2 hours ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

2 hours ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago