বাংলা এক্সপ্রেস,প্রতিনিধি: মহিলাদের আরও নিরাপত্তার দিতে উদ্যোগী রাজ্য সরকার,নেওয়া হয়েছে একাধিক পদক্ষেব ৷ ৫টি মহিলা তদন্ত কেন্দ্র হবে ৷ এই রাজ্যের নানা জেলায় একাধিক এলাকায় নতুন থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে এই বৈঠকে রাজ্যের প্রায় সব মন্ত্রী উপস্থিত ছিলেন৷
কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ২০০৯ ও ২০১৩ সালে দু’দফায় পুলিশ বাহিনীতে ৩৩ শতাংশ মহিলা পুলিশ নিয়োগের পরামর্শ দিয়েছিল ৷ প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৬৪টি মহিলা থানা তৈরির কথা ঘোষণা করেন৷ যে থানাগুলির ইনস্পেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সবাই হবেন মহিলা ৷ মহিলাদের সংগঠিত অপরাধের মামলা এই থানাগুলিই দেখবে৷ সেইমতো ২০১২তে এ রাজ্যে শুরু হয় মহিলা থানা৷ কিন্তু সেভাবে নয়া মহিলা থানা খোলা সম্ভব হয়নি বলে মনে করেন অনেকে৷ শুধু মহিলা থানাই নয়, কলকাতা পুলিশের সংখ্যা প্রায় ৩০ হাজার৷ এর মধ্যে মহিলা পুলিশের সংখ্যা এক হাজারও নয়৷ আর রাজ্য পুলিশে মহিলা সংখ্যা ৫ শতাংশের মধ্যেই রয়েছে৷ তবে সর্বভারতীয় পরিসংখ্যান বলছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই পুলিশ বাহিনীতে মহিলাদের উপস্থিতি নামমাত্র৷ ব্যতিক্রম নয় কেন্দ্রীয় বাহিনীগুলিও৷
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, “ ৫টি মহিলা তদন্ত কেন্দ্র হবে৷ মহিলা থানার পাশাপাশি হবে এই ৫ মহিলা তদন্ত কেন্দ্র৷ এর একটি হবে কলকাতায়৷ জেলায় ৪টি মহিলা তদন্ত কেন্দ্র হবে৷ জন্য তৈরী হচ্ছে ৯৪টি পদ৷