সুস্মিতা সরকার: Santa Claus এর gifts, Christmas Tree, Greetings cards, Cake ও নানা রকম সুস্বাদু খাবার এবং গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনার চিরাচরিত রীতি মানলে ও, বিশ্ব জুড়ে ব্যতিক্রমী কিছু রীতি ও চালু আছে। সুইডেনে যেমন ১৩ মিটার লম্বা Yule Goat এর মূর্তি তৈরি করে সেটিকে পোড়ানো হয়, এটিকে তারা “Gävle Goat Festival” বলে থাকেন। ১৯৬৬ সালে প্রথম চালু হয়, এখনো অবধি ২২বার এটিকে সম্পূর্ণ পোড়ানো সম্ভব হয়েছে। তেমন ই আলোর উৎসবে লক্ষ লক্ষ ফানুসের সাহায্য খ্রিস্টমাসের পূর্বের শনিবার আকাশ ঢেকে দেওয়া হয় এটিকে “Giant Lantern Festival” বলা হয় ফিলিপিন্সে ইত্যাদি।
বিশ্ব জুড়ে ক্রিসমাসের ব্যতিক্রমী কিছু রীতি
শুক্রবার,১৫/১২/২০১৭
2580