কিছুদিনের অপেক্ষা ,আসছে বড়দিন


শুক্রবার,১৫/১২/২০১৭
2537

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কিছুদিনের অপেক্ষা ,আসছে বড়দিন তা নিয়ে ব্যস্ততা তুঙ্গে গোটা বিশ্বজুড়ে। তবে বড়দিন মানে আলাদা উন্মাদনা সাথে খাওয়া দাওয়া। কোলকাতার বড় বড় রেস্তোরা গুলো সেজে ঊটছে নতুন সাজে, থাকছে CHRISTMASH উপলক্ষে নানান ধরণের খাবার এড় পদ। সাধারণত এই সময় চারিদিকে এক উৎসবের আমেজ, সাথে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব মিলে বেড়িয়ে পরার পালা। সাথে জমজমটি খাবার, আড্ডা চলতে থাকে। তবে এঈ দিনের কেক অন্যতম পরিচিত খাবার। শহর কোলকাতার বিভিন্ন শপিং মলে ও রাস্তার ধারে নানান সুস্বাদু কেকের পসরা সাজিয়েছে বিক্রেতারা। সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। অভিজাত হোটেলগুলোতে সাজানো হয়েছে ‘ক্রিসমাস ট্রি’।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট