এক নারী, এক মা


বুধবার,১৩/১২/২০১৭
1926

॥ এক নারী, এক মা ॥

মান অপমানের দো’রে ধুনি জ্বেলে
এক আকাশ আলো মেখে
এসেছি তোমার প্রতিফলন তলে ।

তুমি কি দেখতে পাচ্ছো আরশি ?
এক দলা অহংকার আমার চোখের তারায়,
নাড়ী ছেঁড়া সুখ আমার দেহ জুড়ে,
বহতা আশা আমার বুকের খাঁজে ।
ছায়া ছুঁয়ে বলো তো…
কান্না ভেজা রাতে, হাসি মাখা ভোরে,
কোষে কোষে সূতো বেঁধে,
কে পারে এমন…
পূর্ণ প্রাণ ফানুস ওড়াতে ?

তুমি কি বুঝতে পারছো আরশি ?
মন সেঁকে আনন্দ যন্ত্রণায়,
বসে আছি খুঁটির টানে,
আকাশের পর্যটন সেরে
কখন সে ফিরবে ঘরে ।
কাল ছুঁয়ে বলো তো…
অরণ্য মনে আজন্ম অধিকারে,
কে পারে এমন…
শেকড় জড়িয়ে শেকড় খুলতে ?

………………………….রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট