রাজ্যে অকাল বৃষ্টি, শীতকালীন সবজি নাশের সম্ভাবনা


রবিবার,১০/১২/২০১৭
822

 বাংলা এক্সপ্রেস প্রতিবেদক: সারা রাজ্যে শনিবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। অকাল বৃষ্টিতে বাগিচা ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আবহাওয়া বিশেষজ্ঞন  জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত শুরু হয়েছে। শুধু বাংলাতে নয়, পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য এবং বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। আগামী ১২ তারিখ পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে ধারণা করছেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যে ৫০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই অকাল বৃষ্টিতে শীতকালীন সবজির ক্ষতি হবে। বিশেষ করে আলু, টম্যাটো এবং ফুলকপি চাষিদের সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ফাঙ্গাস ইনফেকশন রোধক ওষুধ ব্যবহারের জন্য বলা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট