সায়ম পাল বাংলা এক্সপ্রেস এক্সক্লুসিভ সাক্ষাৎকার


শুক্রবার,০৮/১২/২০১৭
7156

সত্য‌জিৎ মন্ডল: রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কেলেজে এদিন সমারোহে পালিত হল নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুদিনের এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীর আবেগ দেখার মত। বিশেষত দ্বিতীয় দিনে সারেগামাপা খ্যাত তিন শিল্পীর উজ্জ্বল উপস্থিতি সমগ্র অনুষ্ঠান কে আলাদা মাত্রা দান করল। সায়ম, মেখলা ও সুপ্রতীক গানে গানে মুগ্ধ করে আগত সঙ্গীত প্রেমীদের।

মাত্র চার বছর থেকে সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসায় শ্রেষ্ঠ স্বীকৃতি সারেগামাপাতে পাওয়া সম্মান। পিছন ফিরে তাকাতে হয়নি আর। একাধিক সিরিয়াল এলবামে সঙ্গীত পরিবেশন করে তিনি এখন সেলেব্রিটি। রাজারহাট ডিরোজিও মেমোরিয়াল কলেজে সায়ম কুমার পাউল এর একান্ত সাক্ষাৎ কার শুধুমাত্র বাংলা এক্সপ্রেস এ।

https://youtu.be/8M6EH8j4uMU

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট