প্যারিসের Seine নদীর উপর সবচেয়ে দর্শনীয় সেতু আলেকজান্ডার তৃতীয় সেতু


শুক্রবার,২৪/১১/২০১৭
5315

‌ডি‌জিটাল ডেক্স: শিল্প সাহিত্যের নগরী ফ্রান্সের রাজধানী প্যারিসের Seine নদীর উপর সবচেয়ে দর্শনীয় সেতু আলেকজান্ডার তৃতীয় সেতুটি।

১৯০০ সালের দিকে বিশ্ব সম্মেলনের সময় Seine নদীর উপর তৈরী এই সেতুটি প্যারিসের সবচেয়ে সুন্ধর সেতু।রাশিয়ার সাথে বন্ধুত্বের স্মরন হিসাবে রাশিয়ার জার তৃতীয় আলেকজান্ডারের নামে নাম রাখা হয়।
প্যারিসের স্থাপত্য ও অবস্থানের কারনে সবচেয়ে প্রতীকী সেতুগুলির মধ্যে একটি। তার চারটি প্রান্তের বিশাল ১৭ মিটার উচ্চ স্তম্ভো রয়েছে।স্তম্ভের ওপরে ব্রোন্জের নানা এঞ্জেল মূর্তি, পাখাওয়ালা ঘোড়া। [amazon_link asins=’B01IZPYFLG’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’9a0eb5d2-d130-11e7-a2fc-111e8c4d0ccc’]
সেতুটিতে সারিবন্ধ্য কারুকাজ খচিত অনেক ল্যাম্পপোষ্ট আছে। সেতুর শেষ দিকে চারটি ল্যাম্পপোষ্ট গুলি আরও কারুকাজ খচিত।

শিল্প ও সাহিত্যের শহর প্যারিস। সেই সঙ্গে নবদম্পতিদের কাছে অন্যতম আকর্ষণীয় শহর এটি । নবদম্পতিরা এই শহরে হানিমুন করতে আসে।
এই সেতু থেকে আইফেল টাওয়ারের সুন্ধর দৃশ্য দেখা যায়। সেতুটি হানিমুনের ফটোগ্রাফের জন্য আদর্শ স্থান হয়ে উঠে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট