হেমন্তের আভা


শুক্রবার,২৪/১১/২০১৭
1992

হেমন্তের আভা
মোহাঃ সাবির আহমেদ

গোধূলির লাল মেঘ সীমানায়,
ধুম্রমান সাঁঝের পরে হেমন্তের আভা লাগে,
বিদ্ধ করে আমায়,অঘ্রানের সুস্নিগ্ধ বাণে।
ঘাস-পাতার ওপর শিশির বৃন্দে,খেলে সবেমিলে হীরার ছন্দে,
অঘ্রানের অর্ধশীতল নদীটির দীর্ঘশ্বাস,এ ঠান্ডা মনে দাগ কাটে বারোমাস।
মেঠোচাঁদ আর তারাদের সাথে পাল্লা দিয়ে মিটমিটি
চোখে,জেগে থাকে,ধানকাটা মাঠ আর স্নিগ্ধ রাত।
ফুরানো ধানের মিস্টি ক্ষেতের টানে,শতশত জোনাকি আলো নিয়ে আনে।
মাছরাঙার নিঝ্ঝুম ঘুমের ভিতরে,একসাথে থাকি সবে হেমন্তের অন্তরে।

[amazon_link asins=’B01LWTDKY3′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’630d280d-d0d4-11e7-89d5-4d36a664e90d’]

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট