নিজস্ব সংবাদদাতা: অাজ কলকাতা স্টেশান থেকে তিন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে । যার মধ্য ২ জন বাংলাদেশী বাসিন্দা । যারা হলেন রিয়াজুল ইসলাম ও সামসুদ মিঞা । এরা বাংলাদেশের “অানসার বাংলা” নামক সন্ত্রাসবাদি দলের সক্রিয় সদস্য, যারা বাংলাদেশে বিভিন্ন ব্লগার হত্যায় অভিযুক্ত । অন্য ১ জন হল মনতোষ দে , যার বাড়ি উত্তর ২৪ পরগনার খোলাপোতাতে । এদের কাছ থেকে অাগ্নেয় অস্ত্র ও বিভিন্ন সন্ত্রাসবাদি মূলক তথ্য উদ্ধার হয়েছে ।
কলকাতাতে ধৃত তিন অাল কায়দা দুষ্কৃতি
মঙ্গলবার,২১/১১/২০১৭
574