ডিজিটাল ডেক্স: কন্ডোম ব্যাবহারে যে চারটি ভুল আপনি করেন ! ভুল গুলো এড়িয়ে চলতে চেষ্টা করুন । অযাচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ আটকাতেই জন্মনিরোধকের ব্যবহার। কিন্তু অনেকেই মনে করেন, শারীরিক মিলনের সময় এটি ব্যবহার করলেই আর কোনও সমস্যা নেই। কিন্তু কন্ডোম ব্যবহারের কয়েকটি সাধারণ ভুল অনেকেই করেন। দেখুন এই সমস্যা আপনারও হয়েছে কী না।
১) বহুদিন ফেলে রাখা কন্ডোম ব্যবহার নিরাপদ নাও হতে পারে। ঘরে পড়ে থাকা বা মানিব্যাগে থাকা কন্ডোম ঘষা লেগে এবং গরম তাপমাত্রার কারণে কার্যকারিতা হারাতে পারে।”
২) সঠিক মাপের কন্ডোম ব্যবহার করুন। বেশি আলগা হলে সঙ্গমের সময় এটি খুলে যেতে পারে। আর বেশি চেপে থাকলে ফেটে যেতে পারে।
[amazon_link asins=’B007M5QJYW’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’5db7ab2d-cfa9-11e7-a8cb-09b4a0a1d4c5′]
৩) সঙ্গমের সময় অনেকেই প্রথম থেকে কন্ডোম ব্যবহার করেন না। এতে অযাচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগের আশঙ্কা বেড়ে যায়।
৪) যে কোনও কন্ডোমের নির্দিষ্ট মেয়াদ থাকে। ব্যবহারের সময় সেটি দেখে নিন। যতটা সম্ভব নতুন কন্ডোম ব্যবহার করে নিরাপদ ও সুস্থ থাকুন।