ক্ষুদেদের বসে আঁকো প্রতিযোগিতা DLF সুপার শপিং মলে


সোমবার,২০/১১/২০১৭
696

সাদ্দাম হোসেন মিদ্দে,নিউটাউন: ক্ষুদে প্রতিযোগিদের অংশগ্রহণে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিউটাউনের ডিএলএফ সুপার শপিং মলে। প্রতিযোগিতায় চল্লিশ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। বয়স অনুপাতে তিনটি গ্রুফে ভাগ করে দেওয়া হয় প্রতিযোগিদের। প্রত্যেক গ্রুফের প্রথম তিন জন কে পুরস্কিত করা হয়। পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্টোর ম্যানেজার বিশ্বজিৎ রায়।

সাধারণত শপিং মল গুলো ব্যাবসায়িক মনোবৃত্তি নিয়ে চলে। ব্যাবসায়িক স্বার্থ যেখানে শেষ কথা। অথচ আজকের বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করে ডিলএফ সুপার শপিং মল তাদের সংস্কৃতিমনা মনোভাবের পরিচয় দিলেন। ব্যাবসায়িক স্বার্থের বাইরেও সংস্কৃতি চর্চায় তারা অগ্রণী ভূমিকা রেখেচলেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট