মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত সাহা কে সম্বর্ধনা


রবিবার,১৯/১১/২০১৭
650

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল , মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সভাপতির অকাল চলে যাওয়ার কারনে নতুন ভাবে সভাপতি করা হয়েছে পাটির অভিজ্ঞ নেতা সুব্রত সাহা  কে । আর সম্বর্ধনা দেওয়ার জন্য জেলার যুব কার্যকরী সভাপতিমাসুদ করিম ও আইসিডিস সভাপতি আল্লারাখা সেক ও গোলাম আহমেদ সরিফ ও নওদা থানার নেতা নেত্রী গন উপস্থিত হয়েছিলেন। আর সেই সঙ্গে সম্মানের সহিত সম্বর্ধনা দিলেন । আর সঙ্গে সঙ্গে জানালেন আপনার সঙ্গে আগেও কাজ করেছি এখনও নিষ্ঠার সহিত করে যাবো । মা মাটি তৃনমুল কংগ্রেসের জন নেত্রী পাশে ছিলাম হামেশা থাকবো ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট