নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদ: দীর্ঘ পুঁজো পার্বন অনুষ্ঠিত হয়েছে পূর্বের দিনগুলিতে, দুর্গ পুঁজো কালি পুঁজো ও অন্যান্য পুঁজো গুলো বেশ জাকজমক ভাবে, সেই মত বেলডাঙ্গা ব্লকে কার্তিক পুঁজো জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় যার লোক মুখে কার্তিক লড়াই হিসেবে পরিচিত । এই পুঁজো বেলডাঙ্গা তে বেশ জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় আর লোক সংখ্যা হয় বেশ চোখে পড়ার মত ।
বেলডাঙ্গা ব্লকে কার্তিক লড়াই অনুষ্ঠিত
রবিবার,১৯/১১/২০১৭
669